এক ঝলকেই রাজশাহীতে হাঁটু পানি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ঝলক বৃষ্টিতেও জমছে প্রধান রাস্তাগুলোতে হাঁটু পানি। সৃষ্ট জলাবদ্ধতায় বাড়ছে জনদুর্ভোগ। বিশেষ করে পথচারীরা পড়ছেন বেশি ভোগান্তিতে।

গত ২/৩ দিন ধরে কখনো গুড়ি গুড়ি আবার কখনো মশুলধারে বৃষ্টি হচ্ছে। গুড়ি বৃষ্টির সময় নগরীর রাস্তাগুলোতে তেমন জলাবদ্ধতা দেখা গেলেও এক ঝলক মশুলধারে বৃষ্টি নামলেই সৃষ্টি হচ্ছে দুর্ভোগ।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকের এক ঝলক বৃষ্টিতে এমনি অবস্থার সৃষ্টি হয় নগরীর সরকারি মহিলা কলেজের সামনের রাস্তায়, মালোপাড়া, সোনাদিঘীসহ বিভন্ন এলাকার রাস্তায়।

এসব স্থানে জমে যায় হাঁটু পানি। এতে ভোগান্তি নেমে আসে পায়ে হেঁটে চলা পথচারীদের মাঝে।

এ সময় রাজশাহী কলেজের ছাত্রী সামিয়া বিনতে তাবাসসুম সিল্কসিটি নিউজকে বলেন, সামান্য বৃষ্টি নামলেই সাধারণ মানুষের পথচলা বন্ধ হয় যায় জলাবদ্ধতার কারণে। তাহলে কোটি কোটি টাকার ড্রেন নির্মাণ করে লাভ কি?

আরেক শিক্ষার্থী জাবেদ আলি বলেন, ১৫ মিনিট বৃষ্টি হয়েছে বড় জোর। তাতেই রাস্তা ডুবে গেছে।

স/আর