বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক জয়ে ইংল্যান্ড-উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল বাংলাদেশ

Paris
জানুয়ারি ৫, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এক লাফে পাঁচ নম্বরে উঠে এসেছে মুমিনুলবাহিনী। টাইগাররা পেছনে ফেলেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলেছে।

বুধবার আইসিসির হালনাগাদ পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে, ৩ ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ পাঁচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।

৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শতভাগ জয়ের হার নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ২ টেস্ট জিতে শতভাগ জয়ের হার নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা, পয়েন্ট ২৪। ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট ও শতকরা ৭৫ ভাগ জয়ের হারে পাকিস্তান তিনে। ভারত ৫৩ পয়েন্ট পেলেও জয়ের শতকরা হার ৬৩.০৯ হওয়ায় চারে আছে।

kalerkantho

বাংলাদেশের সমান ১২ পয়েন্ট পেয়ে জয়ের হার ২৫ শতাংশ হওয়ায় ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। একটি মাত্র ড্রয়ের সুবাদে ম্যাচ প্রতি ১১.১১ শতাংশ হারে ৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড রয়েছে সাত নম্বরে। ইংল্যান্ড ৬ পয়েন্ট পেলেও তাদের শতাংশের হার ৭.১৪, তাদের অবস্থান আটে। একটি মাত্র টেস্ট খেলে পরাজয়ের স্বাদ পাওয়া দক্ষিণ আফ্রিকা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা