এক ওভারে ২৩ রান, আফ্রিদিকেই মনে করালেন শাহিন!

জয়ের জন্য শেষ ওভারে দরকার ২৪ রান। ক্রিজে আছেন শাহিন শাহ আফ্রিদি। ভাবছেন, ২০তম ওভারেই পিএসএলের ৩০তম ম্যাচে হেরে গেছে লাহোর কালান্দার্স? আপনাকে ভুল প্রমাণ করেছেন শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ পাঠিয়েছেন সুপার ওভারে।

পেশওয়ার জালমির বিপক্ষের ম্যাচে শেষ ওভারে বল করতে এসে প্রথম বলটা ওয়াইড দিলেন মোহম্মদ ওমর। বর্তমান পেস বোলিং সেনসেশন শাহিনের জন্য ওভারের প্রথম বৈধ ডেলিভারি নিয়ে হাজির মোহাম্মদ ওমর, চার হাঁকালেন শাহিন। ভাবতে পারেন ঝড়ে ওঝার কারামতি বাড়লো? মোটেও না, পরের দুই বলে টানা ছক্কা হাঁকিয়ে এবারও আপনাকে ভুল প্রমাণ করলেন শাহিন আফ্রিদি। হঠাৎ হবু মেয়ে জামাইয়ের কাঁধে যেনো ভর করলেন সেই হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা শহিদ আফ্রিদি।

পরের দুইটা বল ইয়র্কার, পেসার ওমর পরাস্ত করলেন হঠাৎ ব্যাটার বনে যাওয়া শাহিনকে। তবে শেষ বলটায় শেষ রক্ষা হলো না। ছক্কা হাঁকিয়ে স্কোরটা সমানে সমান করে নিলেন শাহিন। পেশওয়ার ১৫৮/৭, লাহোর ১৫৮/৮। তবে সুপার ওভারে শেষরক্ষা হয়নি লাহোরের। হাফিজ-ব্রুককে পাঁচ রানে আটকে দিলেন ওয়াহাব রিয়াজ। আর শাহিন আফ্রিদিকে ওভারের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে প্রতিশোধ নিলেন পেশওয়ারের শোয়েব মালিক।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন