একশ বলের ক্রিকেট নিয়ে ভাবছে ভারত

এখনো মাঠে গড়াতে পারেনি ১০০ বলের ‘দ্য হান্ড্রেড’ ফরম্যাটের ক্রিকেট। এ বছর ‘দ্য হান্ড্রেড’ ফরম্যাট শুরুর সকল ব্যবস্থা করে রেখেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু করোনাভাইরাসের কারণে ফরম্যাটের প্রথম আসর শুরু করা যায়নি। তবে আগামী বছর তা শুরু করার ঘোষণা দিয়ে রেখেছে ইসিবি। এবার ‘দ্য হান্ড্রেড’ নিয়ে আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ফরম্যাট নিয়ে তারা খোঁজ খবর নিয়েছে বলে জানান ইসিবির বিদায়ী চেয়ারম্যান কলিন গ্রেভস।

তিনি বলেন, ‘এই ফরম্যাট নিয়ে ভারতের আগ্রহ আছে। গত বছর থেকে এ ফরম্যাট নিয়ে আমার সাথে নিয়মিত আলোচনা করেছে বিসিসিআই। প্রথম আসর নিয়ে তারা খোঁজ-খবর নিয়েছে। ফরম্যাটের নিয়ম নিয়েও উৎসাহী ছিল বিসিসিআই। ক্রিকেট বিশ্বে এই ফরম্যাট বেশ আলোড়ন তুলেছে। ক্রিকেটারসহ সকলের মধ্যে এই ফরম্যাট নিয়ে উৎসাহ আছে।’

গ্রেভসের কথার পরিপ্রেক্ষিতে এই টুর্নামেন্ট নিয়ে কিছুই বলেনি বিসিসিআই। তবে দুই বছর আগে ‘দ্য হান্ড্রেড’ ফরম্যাটের টুর্নামেন্ট নিজের অভিমত ব্যক্ত করেছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, বর্তমানে ক্রিকেটে বাণিজ্যিক বিষয়গুলো বেশি প্রাধান্য পাচ্ছে। কোহলির ভাষায়, ‘একটির বেশি সংস্করণ চিন্তা করা যায় না। মানসম্পন্ন ক্রিকেটের চেয়ে এখন বাণিজ্যিক বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে বেশি। যা আমাকে কষ্ট দেয়। সকলের উচিত ক্রিকেটের গুণগত মান ধরে রাখা। যাতে দিন-দিন ক্রিকেট সকলের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে।’

‘দ্য হান্ড্রেড’ ফরম্যাটের মাধ্যমে কাড়ি-কাড়ি টাকা আয় করে নিজেদের ক্রিকেটে উন্নতি পরিকল্পনা ইসিবির। গ্রেভস বলেন, ‘নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট থেকে ‘মিলিয়ন মিলিয়ন পাউন্ড’ আয় করা সম্ভব, যা ইংলিশ ক্রিকেটের তৃণমূল পর্যায়ে কাজে লাগানো যাবে। দেশের ঘরোয়া ক্রিকেটের উন্নতির সাথে এই ফরম্যাট জড়িত।’

 

সূত্রঃ কালের কণ্ঠ