একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার করোনা আক্রান্ত ভারতে

করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত গত একদিনে ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা একই সময়ে বিশ্বে সর্বাধিক।

আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ২০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

আর গত একদিনে ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন