একটা চরিত্র শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে হাজার বছর

সম্প্রতি একটি সিনেমার জন্য দেশের নামী দামি কিছু হিরোইনের সাথে মিটিং করেছিলাম। অবাক হয়ে দেখলাম তাদের প্রথম প্রশ্ন, ‘সিনেমাতে হিরোইন কয়জন?’ ‘আমার কয়টা গান?’ ‘আমার এন্ট্রি কত নাম্বার সিনে?’

এইসব প্রশ্নের কোনো উত্তর দিতে আমি কখনই প্রস্তুত থাকি না। মনে প্রশ্ন জাগে পৃথিবীর সিনেমার মাপকাঠিতে আমাদের সিনেমা আসলে কোথায় আছে?

এ হিরোইনদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কারণ কয়েকদিন পর এই এলিয়েনগুলারে আমরা পয়সা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানা অথবা জাদুঘরে দেখবো।

 

দর্শক দেখতে চায় নতুন কিছু, গল্পের সিনেমা, ওই খানে একটা চরিত্রের এন্ট্রি বা প্রেজেন্টেশন গল্পের মাপকাঠিতে হয়। একটা চরিত্র একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে হাজার বছর।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন