একজন লাল সবুজের ফেরিওয়ালা ইয়াকুব, ঘুরেন রাজশাহীর পথে পথে

মিনহাজুল ইসলাম:


বিজয় দিবস এলে পথে পথে বিক্রি হয় জাতীয় পতাকা। এদিনে সবাই নতুন পতাকা উড়াতে চায়। সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছাড়াও বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনে বিজয় দিবসের পতাকা টাঙানো হয়।

এছাড়া উৎসবে যোগ দিতে শিশু, কিশোর, তরুণদের হাতে নতুন পতাকার স্টিক শোভা পায়। এতে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়।

এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পতাকার ফেরিওয়ালারা রাজশাহী শহরে আসেন। শুক্রবার (১১ ডিসেম্বর) নগরীর সপুরার পানি উন্নয়ন বোর্ডের সামনে পতাকা বিক্রি করছিলেন ইয়াকুব হোসেন (২২)। ইয়াকুব হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। পড়াশোনা করেন ভাঙ্গা উপজেলার সরকারি কাজি মাহবুবুল্লাহ কলেজের (কেএম) কলেজের ডিগ্রী শেষ বর্ষে।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রি করি। প্রকার ভেদে ১০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়া পতাকাগুলো কাগজ ও কাপড়ের তৈরি।

আব্দুল আলিম মোল্লা জানান, প্রতি বছর বিজয় দিবসের আগে পতাকা কিনি। তার কাছে দেশকে ভালোবাসার এটা বহিঃপ্রকাশ।

স/আ