এককালে বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ ইউক্রেন

ইউক্রেন আজ যুদ্ধে আক্রান্ত। রাশিয়ার সেনাবাহিনী প্রায় দেশটির রাজধানীতে প্রবেশ করেছে। এই ইউক্রেনই আজ থেকে ২৮ বছর আগে পরমাণু শক্তিতে বলীয়ান ছিল। শুধু তাই নয়, তারা ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিশালী দেশ। সেই সময়ে পরমাণু শক্তিতে ইউক্রেন বলীয়ান হয়ে উঠতেই পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ছেড়ে দিতে বলে। এমন কি সে সময় আমেরিকা ও রাশিয়ার থেকে সুরক্ষা গ্যারান্টি দেয়। এই প্রতিশ্রুতিতে পরমাণু অস্ত্রের রাস্তা থেকে সরে যায় ইউক্রেন।

ইউক্রেনের সাংসদ অ্যালেক্সি গোঞ্চারেঙ্কো জানিয়েছেন, পরমাণু শক্তিতে ইউক্রেন বলীয়ান হয়ে উঠতেই পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ছেড়ে দিতে বলে। আর সেই সময় আমেরিকা ও রাশিয়ার থেকে সুরক্ষা গ্যারান্টির প্রতিশ্রুতিতে পরমাণু অস্ত্রের রাস্তা থেকে সরে যায় ইউক্রেন।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সি জানিয়েছেন, ‘ইউক্রেন মানব ইতিহাসে একমাত্র রাষ্ট্র, যারা ১৯৯৪ সালে আমেরিকা, ব্রিটেন আর রাশিয়া থেকে সুরক্ষার গ্যারান্টি পেতেই দুনিয়ার তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হয়েও ছেড়ে দেয় অস্ত্র। এই গ্যারান্টি এখন কোথায়? এখন আমাদের ওপর বোমা বর্ষণ হচ্ছে, আমরা মরছি।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন