ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

এ সপ্তাহের মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করে।  ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৮৮ ও ২৪৪৯ পয়েন্টে রয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে।

 

সূত্রঃ যুগান্তর