উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে মেসিরা

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

আজ শনিবার ভোরে উরুগুয়ের মাঠ মন্তেভিদিও থেকে এঞ্জেলা ডি মারিয়ার গোলে জয় ছিনিয়ে আনেন লিওনেল মেসিরা। যদিও এদিন ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেননি দলের সেরা তারকা মেসি। চোটের কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে আর্জেন্টিনা দলের সেরা এই তারকা মাঠে নামেন।

ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি উরুগুয়ে। ম্যাচে বল দখলে ৬৪ শতাংশ ছিলো আর্জেন্টাইনরা। ৩৪ শতাংশ সময়ে বল পায়ে রাখতে পেরেছিলো উরুগুয়ে। ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা। ১৭ মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল। প্রথমার্ধের বাকীটা সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সাফল্য পায়নি উরুগুয়ে। এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর দুই দলই গোল আদায়ের চেষ্টা করে। কিন্তুু কোনো পক্ষই কাঙ্খিত গোলের দেখা পায়নি। আর্জেন্টাইনরা ব্যবধান বাড়াতে পারেনি। গোল শোধ করতে পারেনি উরুগুয়েও। তাই ডি মারিয়ার একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচ খেলা আর্জেন্টিনা এখনো থাকলো অপরাজিত। ৮ জয় আর ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। তাদের ওপরে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৪। ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে নেইমাররা। এদিকে, ১৩ ম্যাচের চারটিতে জয়, চারটিতে হার আর পাঁচ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ১৬।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন