উপাচার্য অবরুদ্ধ করে ভবনে তালা দিলেন শাবিপ্রবি ছাত্রীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে এম এ ওয়াজেদ মিয়া ভবনে অবরুদ্ধ করে রেখেছেন বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেই আন্দোলনকারীরা।

এ সময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদের বের করে দেন। এ সময় ভবনের তিনটি গেইটে তিনটি তালা মেরে দেন বিক্ষুব্ধ ছাত্রীরা।

kalerkantho

একই সঙ্গে উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। এই সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন।

বর্তমানে উপাচার্য এম এ ওয়াজেদ মিয়া ভবনের তিন তালায় ৩৩৩ নম্বর কিছু কর্মকর্তা ও শিক্ষকসহ অবস্থান করছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ