রবিবার , ১০ মার্চ ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উপজেলা নির্বাচন: রাজশাহীতে ভোট গ্রহণ শুরু, ফাঁকা কেন্দ্র

Paris
মার্চ ১০, ২০১৯ ৮:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা নির্বাচন রাজশাহীতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে জেলার আটটি উপজেলার অধিকাংশ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। কোথাও কোথাও নারী-পুরুষদের লম্বা লাইনো চোখে পড়েছে।

গোদাগাড়ী মডেল সরকারি প্রাথিম বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে গিয়ে দেখা যায়, একটি লাইনে জনা বিশেক ভোটার দাঁড়িয়ে আছেন। আর অন্য লাইনগুলো প্রায় ফাঁকা। কেন্দ্রের বাইরেও কোনো হৈ চৈ নাই।

কেন্দ্রের ভেতরে না গেলে বোঝা যাবে না এই কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটারদের মাঝেও তেমন কোনো উৎসাহ নাই নির্বাচনকেন্দ্রীক।  ফলে অনেকটায় নিরুত্তাপ ভোট গ্রহণ চলছে গোদাগাড়ীতে।

জেলার দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, চারঘাট, বাঘা, মোহনপুর ও তানোরেও একই অবস্থা বিরাজ করছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দুর্গাপুর, বাগমারা, তানোর ও গোদাগাড়ীতে এই অবস্থা বিরাজ করছে। গোদাগাড়ী, দুর্গাপুর, চারঘাট। বাগমারা উপজেলাতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এ নিয়েই বেশি উত্তেজনা দুই পক্ষের মধ্যে।

আবার তানোরে ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থীকে ঠেকাতে মরিয়া এমপি ফারুকের সমর্থকরা। জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। দুটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর জেলার পবা উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তারা কাজ করছে সকাল থেকেই।

জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্বিচন সুষ্ঠ করতে সব চেষ্টা চলছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর