উদ্বোধনের ১৯ মাসে বন্ধ হতে যাচ্ছে আমনুরা বাইপাস রেল স্টেশন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
রেল বিভাগের লোকবল সংকটে বন্ধ হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাস রেল স্টেশন। ইতোমধ্যেই স্টেশনটি বন্ধে সংস্লিষ্ট বিভাগকে চিঠি দেয়া হয়েছে।
উদ্বোধনের মাত্র ১৯ মাসের মাথায় স্টেশনটি বন্ধে রেল বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নাগরিক কমিটির নেতারা।
প্রায় ২১ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ স্টেশনটি ২০১৭ সালের ২১ মে তৎকালীন রেলমন্ত্রী মজিবুল হক এমপি উদ্বোধন করেছিলেন।
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে যেতে হলে আমনুরা রেলওয়ে জংশনে ইঞ্জিন ঘুরিয়ে যেতে হতো। তবে এ বাইপাশ স্টেশন চালু হওয়ার পর ইঞ্জিন ঘোরানোর প্রয়োজন ছিলো না। এতে করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দূরত্ব কমেছিল ৩ কিলোমিটার। ফলে আগের চেয়ে অন্তত ৩০ মিনিট সময় বাঁচত।
চাঁপাইনবাবগঞ্জের নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার থাকা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন, বাইপাস রেল স্টেশনটি চালুর ফলে রেলে রাজশাহীগামী যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। নিরাপদ যোগাযোগ মাধ্যম হওয়ায় অনেকেই রেলে ভ্রমণ করেন। যেখানে অন্যদেশে দ্রুত সময়ে কিভাবে রেলে যাত্রীদের গন্তেব্যে নিয়ে যাওয়া যায় সে পরিকল্পনা হচ্ছে সেখানে আমাদের এখানে তার উল্টো। যাত্রার সময় কমবে কি আরো বাড়ছে। তার প্রমাণ আমনুরা বাইপাস বন্ধের সিদ্ধান্ত। এটি হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে অন্তত ৩০ মিনিট সময় বেশি লাগবে। ফলে অনেকেই রেলের প্রতি মুখ ফিরিয়ে নেবে। বন্ধ নয় আমাদের প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জের রেলের উন্নয়ন করে। দ্রুত ঢাকার সাথে আন্তনগর ট্রেন চালু করা হোক। সেই সাথে আরো কম সময়ে আমরা যাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে পারি সেই সেই উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি।
তিনি দাবি করেন, একটি মহল জনগণের কাছে সরকারকে হেয় করার জন্যই রেল স্টেশনটি বন্ধের চেষ্টা করছে।
এটি বন্ধ হলে নাগরিক কমিটি আন্দোলনের ডাক দিবে বলেও হুশিয়ারি দেন নাগরিক কমিটির এ নেতা।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এ এম এম শাহনেওয়াজ বলেন, দিন দিন স্টেশন মাস্টারের পদ অনেক শূন্য হয়ে গেছে। ফলে অনেক স্টেশনই আমাদের বন্ধ করে দিতে হবে। আপতত কম গুরুত্বপূর্ন বেশ কিছু স্টেশন বন্ধ করছি। তারমধ্যে আমনুরা বাইপাস রয়েছে। নতুন স্টেশন মাস্টার নিয়োগ শেষ হলে আবারো এ স্টেশনটি চালু করব আমরা।
স/অ