উদ্বোধনের অপেক্ষায় রাজশাহীর একমাত্র টেস্টটিউব বেবি সেন্টার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে অবস্থিত মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হাসপাতালে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের একমাত্র টেস্টটিউব বেবি (আইভিএফ) সেন্টারের যাত্রা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই উন্নত প্রযুক্তির সকল যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই এই সেন্টারের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ ইসলাম।

তিনি বলেন, ‘২০০৭ সালে যখন আমাদের এই হাসপাতালটি চালু হয় তখন এটির নাম ছিল মাদারল্যান্ড হাসপাতাল। পরে ২০১০ সালে এই নাম পরিবর্তন করে ‘মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হাসপাতাল’ করা হয়। রাজশাহীতে তখন নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর নিয়ে আসা উপলক্ষ্যেই এই নামকরণ করা হয়। তখন থেকেই ইনফার্টিলিটি নিয়ে দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকা অত্যন্ত সুনামের সাথে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করছেন। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে এই চিকিৎসায় অনেক নিঃসন্তান দম্পতির কোলে ফুটফুটে সন্তান এসেছে।’

টেস্টটিউব বেবি সেন্টার স্থাপনের বিষয়ে হাসপাতালটির এমডি বলেন, ‘আমরা জানামতে, ঢাকায় দুই-একটি টেস্টটিউব বেবি সেন্টার থাকলেও দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে এটি এখনো স্থাপিত হয়নি। তাই ঢাকার বাইরে আমরাই প্রথম টেস্টটিউব বেবি সেন্টার চালু করতে যাচ্ছি। ইতোমধ্যেই আমরা এই সেন্টারটি স্থাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বিদেশ থেকে উন্নতমানের আধুনিক যন্ত্রপাতিও ক্রয় করছি। আশা করছি- অল্প কিছুদিনের মধ্যেই এটি চালু করতে পারবো। হাসপাতালে এই টেস্টটিউব বেবি সেন্টার স্থাপিত হলে যাদের কোনোভাবেই সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাদেরও সন্তান হবে।’

এএইচ/এস