উত্তর কোরিয়া ইস্যুতে চিনের ভূমিকা নিয়ে অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক: হুমকি উপেক্ষা করেই একপ্রকার নিজের সিদ্ধান্তে অটল থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেই চলেছে উত্তর কোরিয়ার৷ তার এই মনোভাব দেখে ফের সরব আমেরিকা৷ তবে উত্তর কোরিয়ার ইস্যুতে চিনকে একহাত নিল ট্রাম্প প্রশাসন৷ চিন যে এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি এই পরিস্থিতি পরিবর্তন করারও সিদ্ধান্ত নেন তিনি৷

ট্রাম্প ট্যুইট করে জানান, তিনি চিন নিয়ে আশাহত৷ চিন সমগ্র বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা ছাড়া আর কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাঁর৷ এরকম যে হতে দেবেন না দীর্ঘদিন তা স্পষ্ট করে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট৷ পাশাপাশি তিনি মনে করিয়ে চিন চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারে৷

প্রসঙ্গত, গত শুক্রবার ফের এক মারণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে কিম জন উনের দেশ৷ জানা গিয়েছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নামে নতুন একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে৷

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবি করা হয়েছে উত্তর কোরিায়র তরফে৷ মিসাইলটি মাত্র ৪৭ মিনিটে ৯৯৮ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে৷ এই ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী যে নিমিষেই তিন হাজার কিলোমিটারেরও বেশি পথ যেতে পারবে বলেও দাবি করেছে কোরিয়ার সংবাদ মাধ্যম৷