বৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উত্তর কোরিয়ায় দরকার হলে সামরিক হস্তক্ষেপ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Paris
জুলাই ৬, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে যুক্তরাষ্ট্র বলছে, দরকার হলে তারা দেশটির সামরিক শক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি বলেছেন, জাতিসংঘে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি নতুন প্রস্তাব তোলা হবে। দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা একপ্রকার সামরিক উস্কানি বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। বলা হচ্ছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

এই পরীক্ষার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে বলেন মিজ হ্যালি। তবে নিজেদের এবং মিত্রদের রক্ষা করার পুরো সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে।

তিনি বলছেন, সেই সামর্থ্যের একটি অংশ আমাদের সামরিক শক্তির মধ্যে নিহিত। বাধ্য হলে আমার সেই ক্ষমতা ব্যবহার করবো, তবে সেই পথে আমরা হাটতে চাই না।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরে যৌথ সামরিক মহড়ার অংশ হিসাবে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক