উচ্চ আদালত থেকে জামিন পেলেন এমপি এনামুলের সাবেক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৪ আসনের এমপি এনামুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা অবশেষে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত ২১ অক্টোবর উচ্চ আদালতের বিচারক একেএম আসাদুজ্জামান ও কাজী মোঃ এজারুল হক আকন্দের যৌথ ব্যাঞ্চে তাঁর চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করা হয়। একইসঙ্গে নিম্ন আদালতে লিজাকে জামিন আবেদন করতে বলা হয়েছে।

জামিনের বিষয়টি লিজা নিজেই নিশ্চিত করেছেন এবং আদালতের আদেশনামাও সরবরাহ করেছেন।

এর আগে গত ৫ জুন এমপি এনামুল হকের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ আয়েশা আক্তার লিজার বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় ডিজিটাল সিকিউরিটি আইন ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন।

লিজার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি এক কোটি চাঁদা চেয়ে এমপিকে ব্লাকমেইল করছেন। ফেসবুকে নানা ধরনের পোস্ট করছেন।

এমপি এনামুলের সাবেক দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা দাবি করেছেন, এমপি কোনো অন্যায় করিনি। আমার স্বামীর নিকট থেকে অধিকার আদায়ের জন্য আমি ফেসবুকে কিছু তথ্য তুলে ধরেছিলাম। আর তাতে ক্ষিপ্ত হয়ে এমপি সাহেব আমার বিরুদ্দে মামলা করিয়েছেন। তবে এখন আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আইনগতভাবেই আমাকে লড়তে হবে।’

প্রসঙ্গত, আয়েশা আক্তার লিজা গত ২৯ মে ফেসবুকে এমপি এনামুলের সঙ্গে তাঁর বেশকিছু ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে লিখেন, ‘এমপি সাহেব আমার হাসবেন্ট এই কথা কারো কাছে যদি অবিশ^াস্য মনে হয়, তাহলে বিয়ের কাগজপত্র দেখতে পারেন।’

এরপর লিজা লিজা আরও লিখেন, ‘২০১৮ সালের ১১ মে এমপি এনামুলের সঙ্গে আমার বিয়ে হয়। এছাড়াও প্রথমে প্রায় আট বছর আগে আমাদের বিয়ে হয় মৌখিকভাবে। এমপির বাগমারার শিকদারির বাড়িতে। কিন্তু লিখিত বিয়ের পর গত দুই বছর ধরে তিনি লিজাাকে গোপনে স্ত্রীর পরিচয় দিয়ে আসছিলেন।’

স/আর