উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ‘ফাঁস’ প্রশ্নপত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। মালদহের কালিয়াচক থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই প্রশ্নপত্র। পরীক্ষার পর দেখা গিয়েছে, হুবহু মিলে গিয়েছে সেই প্রশ্নপত্র।

কোথা থেকে কিভাবে ওই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তা স্পষ্ট নয়। সোমবার সকালে প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এরপর পরীক্ষা শেষে সবাই দেখেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে আসল প্রশ্নপত্র।

এবছরের মাধ্যমিকে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। আর সেজন্যই এবছর প্রথমবার বিশেষ পর্যবেক্ষক ব্যবস্থা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়া এক ঘণ্টার আগে বাথরুম যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তা সত্বেও কিভাবে প্রশ্ন ফাঁস হয়ে গেল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

Kolkata24x7