উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘বহিস্কার’ করলেন পুতিন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান দিমিত্রি রোগোজিনকে বহিস্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রোগোজিন একজন কট্টরপন্থি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত।

তাছাড়া রাশিয়া ইউক্রেনে যে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করেছে সেটির সমর্থনে প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি।

তাকে বহিস্কার করার বিষয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। ডিক্রিতে বলা হয়েছে, রোগোজিনকে মহাকাশ সংস্থা রোসকসমসের জেনারেল ডাইরেক্টরের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তার জায়গায় জেনারেল ডাইরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভকে।

এদিকে এটি এখনো নিশ্চিত নয় ৫৮ বছর বয়সী সাবেক এ কর্মকর্তাকে নতুন করে আর কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে কিনা।

রোগোজিন গত মে মাসে বলেছিলেন, যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়। তাহলে ন্যাটো দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার মাত্র আধা ঘণ্টা সময় লাগবে।

 

 

সুত্রঃ যুগান্তর