উইলিয়ামসনের প্রিয় ব্যাটসম্যান কোহলি-ডিভিলিয়ার্স

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা তিন ব্যাটসম্যানের তালিকা তৈরি করা হলে, তাঁর নাম প্রথম তিনজনে থাকবেই। কিন্তু সেই কেন উইলিয়ামসনের প্রিয় ব্যাটসম্যান কে? ইনস্টাগ্রাম শোয়ে সেই প্রশ্নটাই তাঁর সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ উইলিয়ামসনকে করেছিলেন ডেভিড ওয়ার্নার। জবাবে উইলিয়ামসন তার প্রিয় ব্যাটসম্যানের তালিকায় যোগ করলেন একজন নয়, দুজন ব্যাটসম্যানকে। তারা হলেন- বিরাট কোহলি ও এ বি ডিভিলিয়ার্স। তিনি বলেন, ‘একজনের নাম উল্লেখ করা খুব কঠিন। তাই এই দুজনকে বাছতে হলো।’

ভারত অধিনায়ক কোহলি সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেটেই শাসন করার একটা খিদে আছে বিরাটের মধ্যে। বিরাটের খেলা দেখতে ভালো লাগে, ওর বিরুদ্ধে খেলতে ভালো লাগে। ওর থেকে শিখতেও ভালো লাগে। ও ব্যাটিংয়ের মানটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।’’

দক্ষিণ আফ্রিকার ডিভিলিয়ার্সকে কেন পছন্দ করেন তিনি? এ প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন, ‘আমি জানি, ডিভিলিয়ার্স এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলে। কিন্তু দক্ষতার দিক দিয়ে ও সর্বোচ্চ স্তরেই আছে। আমাদের সময়ের ও একজন বিশেষ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। তবে আরো অনেক ভালো ক্রিকেটারও আছে।’

কোহলি নিজেও উইলিয়ামসন সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল। এর আগে নিউজিল্যান্ড সফরে ম্যাচ চলাকালীন উইলিয়ামসনের সঙ্গে মাঠের ধারে বসে কথা বলতে দেখা গিয়েছিল কোহলিকে। নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্কৃতির প্রশংসা করে কোহালি তখন বলেছিলেন, ‘উইলিয়ামসন হলো এমন একজন ক্রিকেটার, যার সঙ্গে বাউন্ডারি লাইনের ধারে বসে জীবন নিয়ে কথা বলা যায়।’

 

সুত্রঃ কালের কণ্ঠ