উইন্ডিজের সামনে ধুঁকছে পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার সিদ্ধান্ত যে পুরোপুরি সঠিক, তা প্রমাণ করে দিয়েছেন ক্যারিবীয় বোলাররা। ব্যাট হাতে নেমে বিপদে পড়ে গেছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা হারিয়েছে ৩ শীর্ষ ব্যাটসম্যানকে। ১০ ওভারে রান উঠেছে ৪৫। ফিরে গেছেন দুই ওপেনার ইমাম উল হক, ফখর জামান এবং চার নম্বরে নামা হারিস সোহেল।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে দলীয় ১৭ রানে ইমাম-উল-হককে (২) উইকেটকিপার শাই হোপের গ্লাভসবন্দি করেন শেলডন কটরেল। ৬ষ্ঠ ওভারেই ১৬ বলে ২২ রান করা অপর ওপেনার ফখর জামানকে বোল্ড করে দেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। এই ঘূর্ণি তারকার দ্বিতীয় শিকার হারিস সোহেল (৮)।

বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজ খোয়ালেও বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছে উইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে দেখিয়েছে দাপট। অন্যদিকে পাকিস্তানের অবস্থা ত্রাহি মধুসূদন। টানা ১১ ওয়ানডেতে জয় পায়নি সরফরাজ খানের দল। তার ওপর প্রস্তুতি ম্যাচে গো-হারা হেরেছে আফগানিস্তানের কাছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্বকাপের দ্বিতীয় দিনের একমাত্র ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জেসন হোল্ডারের দল।