উইঘুর মুসলিমদের নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ১৪ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৫ তম অধিবেশনে ব্যাচেলেট বলেছেন, ‘আমি উইঘুরদের নিয়ে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘আমার অফিস স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে চীনা নীতিমালা নিয়ে দেশটির সরকারের সঙ্গে কাজ করছে।’

ব্যাচেলেট বলেন, ‘চীন সরকারের আমন্ত্রণের পরে আমি জিনজিয়াংয়ে সম্ভাব্য সফরের পরিকল্পনা করছি। পরিস্থিতি অনুকূল হলে এই সফরের বিষয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’

বৈদেশিক নীতিমালা বিষয়ক একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রধানত মুসলিম জাতিগত সংখ্যালঘুদের উইঘুর, কাজাখ এবং অন্যান্যদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াংয়ে গণ-নির্বীজকরণ, জোরপূর্বক গর্ভপাত এবং বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে চীনা কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসারে এগুলো গণহত্যার পর্যায়ে পড়ে।

দীর্ঘদিন ধরেই চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকের খবর সামনে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে জাতিসংঘের কাছে এ ব্যাপারে প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদনে উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ তোলা হয় চীনের বিরুদ্ধে।

 

সূত্রঃ কালের কণ্ঠ