রবিবার , ২ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঈশ্বরদীতে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

Paris
জুন ২, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক :
জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পাষণ্ড স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলায় পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রুহুল আমিন এতথ্য নিশ্চিত করেন।

নিহত গৃহবধূ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নে চক সিংগিপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। স্বামী মিলন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শহরের বাসুনিয়া পট্টি এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর ধরে রিনা বেগম ঈশ্বরদী ইপিজেডে রেঁনেসা কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। বছর দুয়েক আগে স্বামীর কাছ থেকে রিনা আলাদা থাকতেন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে নিজ ভাড়া বাড়ি থেকে বের হয়ে হেঁটে রিনা নিজ কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে যাচ্ছিলেন। এসময় স্বামী মিলনকে দেখেই তিনি উত্তেজিত হয়ে উঠেন, তখন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিলন উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো ছুঁড়ি দিয়ে উপর্যুপরি ছুরিকাহত করে স্ত্রী রিনা বেগমকে। এতে ঘটনাস্থলে গৃহবধূ রিনা বেগমের মৃত্যু হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্বামী মিলনকে আটক করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজশাহীর খবর