ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঈশ্বরদীতে উন্নয়ন মেলার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থীসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন জানান, সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে শিশুদের কাছে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন বাপ্পি। এসময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাঁচ শিশু ও বেলুন বিক্রেতা বাপ্পি দগ্ধ হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসনা হেনা জানান, বেলুন বিক্রেতার দুই পা ঝলসে গেছে। আর পাঁচ শিশুর মধ্যে দু’জনের সারা শরীরে ক্ষত হয়েছে।

এ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।