ঈদ উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের জন্য নাবিল গ্রুপের মূল্য ছাড়ে পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ঈদুল ফিতরকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সপ্তাহ ব্যাপী হ্রাসকৃত মুল্যে ভোগ্য পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। ১২ এপ্রিল থেকে রাজশাহী মহানগরের সাহেব বাজার, বিনোদপুর, শাল বাগান, তেরোখাদা, উপশহর, লক্ষ্মীপুর, নওদাপাড়া, কোর্ট বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান খোলা ট্রাকে নাবিল চিনিগুড়া চাল, নাবিল মিনিকেট চাল, ফূডেলা ঘি, ফুডেলা সরিষার তেল, ফুডেলা সুজি, ফুডেলা ব্রাউন আটা, ফুডেলা ময়দা, ফুডেলা আটা ও নাবা আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মুল্যের চেয়ে কম মুল্যে বিক্রি করছে।

হ্রাসকৃত মুল্যে পন্য বিক্রির পাশাপাশি প্রতিটি দল প্রতিদিন একজন করে বাছাইকৃত লোককে বিনামুল্যে প্রতিটি পন্যের সম্মিলিত সমাহারে একটা গিফট বক্স উপহার হিসেবে প্রদান করছে। সে হিসেবে প্রতিদিন সাতজন সৌভাগ্যবান বিনা মুল্যে ঈদ উপহার সামগ্রী পাচ্ছেন। এ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি স্পটে পাঁচ জন করে মোট ৩৫ জন কর্মী নিয়োজিত আছে। গ্রুপের ডিজিটাল ব্রান্ডিং ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম ১৮ এপ্রিল ২৩ পর্যন্ত চলমান থাকবে। উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স/আর