ইসিতে সাহসী লোক চান নজরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনে সাহসী লোক ছাড়া প্রশাসনকে নিয়ন্ত্রণে রেখে অবাধ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল  ইসলাম খান।

 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন প্রশাসনের সহায়তা ছাড়া নিজে অবাধ নির্বাচন করতে পারে না। কিন্তু প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে তাতে সাহসী লোক ছাড়া প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কোনো যোগ্য লোকের হাতে দায়িত্ব পড়লেই এ কাজ করতে পারবেন।’

 

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।

 

`স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশা` শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক পার্টি।

 

সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে যোগ্য, সৎ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কাউকে বসানোর দাবি করেন বিএনপির এই নেতা।

 

তিনি বলেন, ‘আমরা বলছি না আমাদের পছন্দের লোক দিতে হবে। আমরা চাই সবার সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য লোক ঠিক করতে। যাতে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।’

 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারক।

 

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়টি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, `এমন কথা আগেও শুনেছি। আবার পরবর্তীতে আলোচনার প্রস্তাবও এসেছে। সেই  প্রস্তাবে  রাজি না হওয়ায় অনেক কথাও শুনতে হয়েছে।`

 

তিনি বলেন, ‘মুখে যাই বলুক, আওয়ামী লীগ বিশ্বাস করে প্রধান বিরোধী দল বিএনপিই। তাদের এই বিষয়টি বিবেচনা করেই সবকিছু করতে হবে। তাই মুখে ভাব দেখিয়ে লাভ নেই।’

 

তিনি আরো বলেন, `আওয়ামী লীগ আলোচনায় অবশ্যই আসবে। তবে সেটি নির্ভর করবে কত দ্রুত আমরা আন্দোলন করতে পারব।`

 

সংকট মোকাবেলা করে জনগণের কষ্ট লাঘবে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামিক পার্টির যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহমুদুল হাসান।

সূত্র: রাইজিংবিডি