শনিবার , ৯ মার্চ ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসলাম অবমাননা, মালয়েশিয়ার এক নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

Paris
মার্চ ৯, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামাজিক মাধ্যমে ইসলাম ও নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করায় মালয়েশিয়ার এক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় গোষ্ঠীগত ও ধর্মীয় উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাজার খবর আসল।

পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফউজি হারুন এক বিবৃতিতে বলেন, যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের ১০ অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

এছাড়া আরও একব্যক্তি অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আগামী সোমবার তাকে নিয়ে পরবর্তী শুনানি হবে। এছাড়া দুই ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করলে জামিন মঞ্জুর না করে তাদের আটক রাখা হয়েছে।

সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট, উত্তেজনা উসকে দেয়া এবং যোগাযোগ নেটওয়ার্ক অপব্যবহার করার অভিযোগে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মোহাম্মদ ফউজি বলেন, সামাজিক মাধ্যমের অপব্যবহার না করতে লোকজনকে পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়াও ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে এমন আধেয় পোস্ট না করতেও বলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক