ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফাযিল পরীক্ষা শুরু রোববার

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৫ এর ১ম, ২য় এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা বলেন, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর ১,২৭৭ টি মাদ্রাসা থেকে সর্বমোট ১,৩৭,৬২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। ১ম বর্ষে ৫৫,৪১৫ জন, ২য় বর্ষে ৪৩,৬৫৩ জন এবং ৩য় বর্ষে ৩৮,৫৬০ জন অংশগ্রহন করবে।

সারাদেশে মোট ২৯২টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে জানা যাবে।
স/শ