ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ ঘোষণা

ইবি প্রতিনিধি:

ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ কর্মসূচি ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা হল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্যাম্পাসে এডিস মশা নিধন কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

এসময় উপাচার্য বলেন, দেশব্যাপি ডেঙ্গুর এই প্রকোপ হয়তো আর কয়েকদিন পর থাকবে না। কিন্তু আমাদের ক্যাম্পাসকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা প্রত্যেকেই যদি প্রতিদিন অন্তত একটি করে অবাঞ্ছিত কাগজ নিকটস্থ ডাস্টবিনে ফেলি এবং আমাদের মন থেকেও একটি করে ময়লা ছুঁড়ে ফেলি তবে একইসাথে আমাদের ক্যাম্পাস যেমন পরিস্কার হবে তেমনি নিজেরাও পরিশুদ্ধ হতে পারবো।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সাবেক প্রক্টর ও বর্তমান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল, এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার সাইফুল আলম প্রমুখ।