ইসরায়েলি সেনার অভিযানে মার্কিন-ফিলিস্তিনি নাগরিক নিহতের অভিযোগ

দখলকৃত পশ্চিমতীরে মার্কিন-ফিলিস্তিনি নাগরিক নিহতের অভিযোগ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এক অভিযানে আটকের পর মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮০ বছর বয়সী ওমার আবদেল মাজিদ আসাদ নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক ছিলেন। এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটি।

এদিকে পশ্চিম তীরের জিলজিলায়া গ্রামে সারারাত অভিযানে চালিয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সেসময় চেকপোস্টে এক ফিলিস্তিনি ব্যক্তিকে আটক করে তারা। তবে ছেড়ে দেয়ার সময় তিনি জীবিত ছিলেন বলে দাবি করে বাহিনীটি। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিহতের এক আত্মীয় জানিয়েছে, ঘটনার সময় ইসরায়েলি সেনারা তার গাড়ি থামায়। পরে তাকে হাতকড়া পড়িয়ে চোখে কাল কাপড় বেঁধে মাটিতে শুতে বাধ্য করে। এরপর তার মৃত্যু হলে সেনারা সেখান থেকে চলে যায়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন