শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

Paris
নভেম্বর ৩, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

সিল্কসিটি  নিউজ ডেস্ক:

ইসরাইলি সেনাদের নির্বিচার হামলার প্রতিবাদে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া তেল আবিবে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের সংসদের নিম্নকক্ষ রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এর মধ্যে অন্যতম ছিল বাহরাইন।

আব্রাহাম চুক্তির পর বাহরাইন ও ইসরাইলের মধ্যে সবদিক দিয়ে সম্পর্ক বৃদ্ধি পায়। আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে উত্তেজনা নিরসনে আব্রাহাম চুক্তিকে ব্রেকথ্রু হিসেবে দেখা হয়েছিল। তবে এ চুক্তির তেমন কার্যকারিতা বাস্তবে পাওয়া যায়নি।

বাহরাইনের সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আসেনি। মূলত সংসদের নিম্নকক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাহরাইনের ক্ষুব্ধ নাগরিকদের শান্ত করার একটি প্রয়াস চালানো হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল আছে।

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক