ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ফিলিস্তিনের গাজা শহরজুড়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় ফিলিস্তিনের তিন সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিকরা হলেন- সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ এবং হিশাম নাওয়াজাহ। তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গাজায় হামাস চালিত সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ।

গাজা শহরের ফিশিং পোর্টের কাছে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এ তিন সাংবাদিক নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক কর্মকর্তা। তাছাড়া গাজার স্থানীয় একটি মিডিয়া ইউনিয়নও তিন সাংবাদিক নিহত হওয়ার কথা জানায়।

শহরের সাংবাদিকদের একটি সিন্ডিকেট ‘চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় তিন সাংবাদিকের শাহাদতের’ ঘোষণা দিয়েছে।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন ও তীব্র হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। হামলার প্রত্যুত্তরে ইতোমধ্যে গাজা উপত্যকায় পালটা হামলা ও অবরোধের ঘোষণা দেয় ইসরায়েল। সে ধারাবাহিকতায় উপত্যকাটিতে বিমান ও কামানের গোলার হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি।

চলমান হামলায় অন্তত ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের বিমান হামলায় ৪ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া গত শনিবার থেকে পশ্চিম তীরে ১৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।