শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসরাইলি মিডিয়ার ‘হামাস নেতাদের কাতার ছাড়া’র খবর মিথ্যা

Paris
নভেম্বর ৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের বহিষ্কারের ব্যাপারে কাতার সিদ্ধান্ত নিয়েছে দাবি করে ইসরাইলি গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছে- তা নিতান্তই মিথ্যা বলে জানিয়েছে আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক।

লেবাননের রাজধানী বৈরুত-ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে শনিবার জানিয়েছে, এ সংক্রান্ত শুক্রবার (৮ নভেম্বর) প্রকাশিত ইসরাইলি মিডিয়ার প্রতিবেদন নিছকই গুজব ও মিথ্যা।

আল মায়াদিন জানিয়েছে, ‘হামাসকে আর কাতারে থাকতে দেওয়া হবে না বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করা খবরগুলো ডাহা মিথ্যা’।

আল-মায়াদিনের সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের মিথ্যা দাবি নিছকই ইসরাইলি সরকারের একটি কূটকৌশল। যা মূলত হামাসের ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের শেহাব নিউজ এজেন্সিও হামাসের এক সূত্রের বরাতে একই ধরনের মন্তব্য করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ইসরাইলি ও মার্কিন গণমাধ্যমে প্রচারিত এ খবর মিথ্যা যে, কাতার হামাস নেতাদের জানিয়েছে যে তারা আর সেখানে থাকতে পারবেন না।

ইসরাইলের হিব্রু ভাষার সরকারি সম্প্রচার ক্যান নিউজ দাবি করেছিল যে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কাতার এই পদক্ষেপ নিয়েছে। সিএনএনও একই ধরনের দাবি করেছে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক