ইরানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের পশ্চিম সীমান্তে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার রাতে কেরামানশাহ প্রদেশে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ভূ-পদার্থবিদ্যা বিভাগ।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রদেশের সারপোল-ই জাহাব শহরের ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭ কিলোমিটার। এ ঘটনায় চার শতাধিক আহত হয়েছে। তবে এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ ও কুয়েতে কম্পন অনুভূত হয়েছে।

কেরামানশাহ প্রদেশের গভর্নর হাউশাং বাজভান্দ বলেছেন, ‘৪১১ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৮০ শতাংশকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনো কোনো নিহতের খোঁজ পাওয়া যায়নি।’

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানার পর আফটার শক আতঙ্কে প্রদেশের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা শীতল আবহাওয়ার মধ্যেও সড়ক ও পার্কে রাত কাটিয়েছে। যেসব এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের পিরহোসেইন কোউলিভান্দ বলেছেন, ‘নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আহতদের অনেকে হুড়াহুড়ির কারণে আঘাত পেয়েছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে নয়।’

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বেশ কয়েকটি ভবনে সামান্য ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কারণে ভূমিধস হয়েছে। তবে সব সড়ক সচল আছে এবং অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে।