ইরানের বিপ্লবী গার্ডের ‘সন্ত্রাসী তকমা’ নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানের বিপ্লবী গার্ডকে ২০১৯ সালে সন্ত্রাসী সংঘটন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন ট্রাম্পের ওই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি পুনরায় বাস্তবায়িত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তবে চুক্তিটি পুনরায় বাস্তবায়ন করতে চাইলে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে, ইরানের পক্ষ থেকে এমন শর্ত দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান যদি তাদের বিপ্লবী গার্ড বাহিনী কার্যক্রম শিথিল করার আশ্বাস দেয়। তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের কালো তালিকা থেকে বাদ দিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকজন উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কী ধরনের প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ্ট্র কালো তালিকা থেকে বাদ দেবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।

এদিকে ইরানের অন্যতম ক্ষমতাধর এক সংস্থা হলো বিপ্লবী গার্ড। সংস্থাটি ইরানের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি সশস্ত্র ও গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে।

 

সূত্রঃ যুগান্তর