ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরীফের

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একইসঙ্গে তিনি তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন।

তেহরানস্থ পাকিস্তান দূতাবাস মঙ্গলবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রেসিডেন্ট রায়িসি অভিননন্দন জানিয়ে যে বার্তা পাঠিয়েছেন সেজন্য রায়িসিকে ধন্যবাদ জানিয়েছেন নতুন পাক প্রধানমন্ত্রী।

পাক দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়, “শাহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন যে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মিলে তিনি ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন। এছাড়া তিনি প্রেসিডেন্ট রায়িসিকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।”

এর আগে প্রেসিডেন্ট রায়িসি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন