ইরানের ওপর হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার অজুহাত খুঁজছেন বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর হামলার অজুহাত তৈরির চেষ্টা করছেন। আর সেটা হলে ইরান তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে।
বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেছেন জাভেদ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা আমাদের অঞ্চলে বি৫২ বিমান ওড়াতে এবং সামরিক যান পাঠাতে শত শত কোটি ডলার খরচ করেছেন। ইরাকের গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে যে, তারা যুদ্ধ বাঁধানোর মিথ্যা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে।’

গত বুধবার মধ্যপ্রাচ্যে দুটি বি৫২ বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানকে কড়া বার্তা দিতে পারমাণবিক হামলায় সক্ষম বিমান দুটি পাঠানো হয়।

ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনির এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নতুন বছরকে আমেরিকানদের জন্য শোকে পরিণত করবেন না।’