‘ইয়াবা দম্পতি’ গ্রেপ্তার, লুঙ্গির মোচড়ায় রেখে বিক্রি

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিনব কায়দায় রাখা ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা সান্তাহার পৌর শহরের মালশন স্কুল পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে শফিকুল ইসলাম টুকু (৫৬) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০)। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই দম্পতি নিজ বাড়ির মুলফটকের সামনে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিল। শুক্রবার রাত সাড়ে ১০ টায় এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একাধিক মাদক মামলার আসামি টুকু ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিকালে টুকুর লুঙ্গির ডান মোচড়ায় সাদা পলিথিনে মুড়ানো ৮৩ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর গ্রেপ্তার টুকু মাদক বিক্রির অভিনব কৌশল এবং তার স্ত্রীর মাদক কারবারের বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ রিদর্শক  রকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। টুকুর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।