ইমরুলের বাবার মৃত্যুতে সাকিব-মুশফিকদের শোক

প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০)।

গত মাসের ২৩ তারিখ মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমরুলের বাবা। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

একইদিন হেলিকপ্টারযোগে বাবাকে ঢাকায় নিয়ে আসেন ইমরুল। প্রায় এক মাস ধরে চলছিল তার চিকিৎসা। কিন্তু সবধরনের চেষ্টা বিফলে গিয়েছে রোববার রাতে বানি আমিনের শেষ নিশ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে।

সতীর্থ খেলোয়াড়ের বাবার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটাররা। সুদূর যুক্তরাষ্ট্রে বসে খবরটি পেয়ে নিজের ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আমাদের ভাই এবং সতীর্থ ইমরুল কায়েসের শ্রদ্ধেয় পিতা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আপন ইমরুলের বাবা ইন্তেকাল করেছেন। সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’

দলের ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস এর বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’

আরেক পেসার তাসকিন নিজের প্রোফাইলে লিখেছেন, ‘ইমরুল কায়েস ভাইয়ের বাবা মো. বানি আমীন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)’

 

সুত্রঃ জাগো নিউজ