ইমরান খানের দাবির বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির সংসদে ৩ এপ্রিল অনাস্থা ভোট হবে। এই ভোটে যদি তিনি হেরে যান তাহলে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।

ইমরান খানকে সরিয়ে দিতে একাট্টা হয়েছে দেশটির বিরোধী দলগুলো।

তবে অনাস্থা ভোটের মাধ্যমে সরকারকে উৎখাতের চেষ্টার সঙ্গে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্রে’ জড়িত বলে অভিযোগ তুলেছেন ইমরান খান।

‘বিদেশি শক্তি’বলতে ইমরান খান যুক্তরাষ্ট্রের দিকেই আঙুল তুলেছেন বলেই মনে করা হচ্ছিল।

এমনকি বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন ইমরান।

ইমরান খানের দাবি, ওই দেশ একটি চিঠিতে বলেছে, ইমরান খান ক্ষমতায় থাকলে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সংশ্লিষ্ট দেশটি মনে করছে।

এমনকি ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে অনাস্থা ভোটের কথাও বলা হয় সেই চিঠিতে। যখন অনাস্থা ভোটের কথাও হয়নি।

তবে ইমরান খানের এসব দাবি ও চিঠির বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলে, হুমকির চিঠি ও অনাস্থা ভোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ ব্যাপারে বলেছেন, পাকিস্তানে বর্তমানে কি হচ্ছে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা পাকিস্তানের সাংবিধানিক নিয়মকে শ্রদ্ধা ও সমর্থন করি। ইমরান খান যে অভিযোগ করেছেন তার সত্যতা নেই।

অন্যদিকে হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক হোয়াইট হাউজের প্রতিক্রিয়ায় বলেছেন, তার এমন অভিযোগের কোনো সত্যতা নেই।

 

সূত্রঃ যুগান্তর