‘ইভিএম ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি যন্ত্র’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন সেটি নাকি হবে ইভিএমের মাধ্যমে। এই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বাংলাদেশের মানুষের ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়ার একটি যন্ত্র। এই ইভিএম হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নীরবে নিঃশব্দে জনগণের ভোটাধিকার হরণের একটি প্রকল্প ছাড়া আর কিছুই নয়। ইভিএম যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে ভোটাধিকার চিরতরে হারাতে বাধ্য হবেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘এক-এগারোর প্রেক্ষাপট ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খান। বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এলডিপির একাংশের মহাসচিব শাহাদত হোসেন সেলিম, বিএনপির আবু নাসের রহমাতুল্লাহ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার প্রমুখ।