ইবি ছাত্রীকে নির্যাতন : সত্যতা মিলেছে ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনেও

সিল্কসিটি নিউজ ডেস্ক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের আলোচিত ঘটনায় তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছে শাখা ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটি। গতকাল রবিবার রাতে কমিটি প্রতিবেদন প্রস্তুত করে ইমেইলের মাধ্যমে কেন্দ্রে জমা দিয়েছে। কমিটির আহবায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেন।তদন্ত সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনেও নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে। অভিযুক্ত, ভুক্তভোগী ও গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে প্রতিবেদন তৈরী করে তদন্ত কমিটি।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘ওই রাতে অভিযোগকারী ছাত্রীকে নির্যাতন করা হয়েছে এটি নিশ্চিত। আমরা নির্যাতনের যতটুকু সত্যতা পেয়েছি তা প্রতিবেদনে তুলে ধরেছি। আমরা কোন সুপারিশ করিনি। কেন্দ্রে প্রতিবেদন জমা দিয়েছি। তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। এতে আমাদের এক নেত্রী থাকায় তার বিষয়টিও আমরা উল্লেখ করেছি। কেন্দ্র চাইলে প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নিতে পারবে।’এদিকে, গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেও অভিযোগকারী ছাত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের তথ্য উঠে এসেছে। সত্যথা মিলেছে বিবস্ত্র ভিডিও ধারণের বিষয়েও। নির্যাতনের বর্ণনায় তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হন বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে কমিটি। এরসঙ্গে শতাধিক পৃষ্ঠার সংযুক্তি দেওয়া হয়। তবে সেখানেও কোন সুপারিশ করা হয়নি। প্রতিবেদনের একটি কপি ইতোমধ্যেই হাইকোর্টে পাঠানো হয়েছে।