ইবির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সময়সূচী অনুযায়ী ভর্তি আবেদন আগমী ১০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই সময়ে হওয়ায় ২৫ থেকে ২৯ নভেম্বরের পরিবর্তে ১ থেকে ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দূর্ভোগের বিষয়টি আমলে নিয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

এছাড়া, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ থেকে ১২ ডিসেম্বর। ১২ থেকে ১৮ ডিসেম্বর ভর্তি সাক্ষাতকার এবং ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকার ভর্তি কার্যক্রম চলবে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর বিভাগ পরিবর্তন এবং ১০ থেকে ২১ জানুযারি অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

স/শ