ইবির নতুন ভিসি ও ট্রেজারার নিয়োগ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ,কলামিস্ট ও ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি এবং ট্রেজারার হিসেবে আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. সেলিম তোহাক নিয়োগ পেয়েছেন।

রবিবার বিকেল সাড়ে তিনটায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ফ্যক্স-বার্তায় এ তথ্য জানা যায়।
ফ্যাক্সে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০(১) এবং ১২(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যন্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারিকে ভিসি এবং প্রফেসর ড. সেলিম তোহাকে ট্রেজারার হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এতে দীর্ঘ ৫১ দিন পর ভিসি’র এবং ৯ মাস পর ট্রেজারারের শূন্য পদ পূরণ হলো।
সদ্য নিয়োগ প্রাপ্ত ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক হিসেবে দায়িত্বরত।
ফ্যক্সবর্তা আসার পর বিশ্ববিদ্যালয়ের ১২তম ভিসি হিসেবে প্রফেসর ড. আসকারি দায়িত্ব গ্রহণ করেছেন।

স/আর