ইবির আল হাদিস বিভাগে পি-এইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে পি-এইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ (রহ.): ইসলামী গ্রন্থ রচনায় তাঁর অবদান’ শিরোনামে শনিবার থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদে ডিন-এর সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মোঃ ফারুক। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। এসময় আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শরিফুল ইসলাম ও আ.হ.ম নুরুল ইসলাম।

পি-এইচডি গবেষক আলমগীর কবীর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মোঃ রেজোয়ানের সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
স/শ