ইবিতে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

ইবি প্রতিনিধি: দুর্লভ ও বিলুপ্তপ্রায় গাছের চারা রোপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বোটানিক্যাল গার্ডেনের উদ্ধোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার চেরি ফল গাছের চারাসহ মোট ৮৫ প্রজাতির বৃক্ষ রোপনের মধ্যদিয়ে এ বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় উপাচার্য বলেন, আমরা এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে এক এবং ঐক্যবদ্ধভাবে নানামুখি উন্নয়নমূলক কাজ করে চলেছি। এখানে অবকাঠামো উন্নয়নের বিপ্লব সাধিত হয়েছে। এ ক্যাম্পাসকে আমরা সবুজ ক্যাম্পাকে পরিণত করতে চাই। এজন্য আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চিন্তা করেছি আমাদের শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্যাম্পাসে ধরে রাখতে হলে নয়নাভিরাম গ্রীন ক্যাম্পাস তৈরী করতে হবে। সেই প্রেরণা থেকে আমরা লেক, বোটানিক্যাল গার্ডেন তৈরীসহ বহুমুখি পরিকল্পনা গ্রহণ করেছি। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে এ বিশ্বকে রক্ষার জন্য প্রতি বছর প্রতিটি মানুষকে অন্তত ১টি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের জীববৈচিত্র রক্ষা করতে চাই। এ গার্ডেনের মাধ্যমে আমাদের নব-প্রজন্মরা বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে পারবে। এ গার্ডেনটি শুধু সৌন্দর্যবর্ধন নয় বরং এটি আমাদের কিছু বিভাগের গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

ক্যাম্পাসস্থ লেকের পাশে প্রায় সাড়ে তিন একর জমির উপর ১৪০ প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই গার্ডেন তৈরী করা হয়। এসময় উন্নয়ন শিক্ষা বিভাগ ও ইবি রোটার‌্যাক্ট ক্লাব নিজ অর্থায়নে গাছের চারা রোপনে অংশ নেয়। ইবির সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, সৗন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উদ্বোধনী আলোচনা শেষে ফিতা কেটে এবং চেরিফল গাছের চারা রোপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইবি সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল তাঁর ‘গ্রীন চাইন্ড’ সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসে ১ লাখ টাকার বিভিন্ন গাছের চারা রোপনের ঘোষণা দেন।

স/শা