ইবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আবুল বারকাত, ইবি অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল মুঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ইবি অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজিল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে ড. আবুল বারকাত “বঙ্গবন্ধু-দর্শন”: তত্ব, প্রয়োগ ও “উচ্ছেদিত সম্ভাবনা” শীর্ষক তাঁর প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এ সেমিনারে বীর মুক্তিযোদ্ধাগন, বাংলাদেশ অর্থনীতি সমিতির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ