ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে দু’টি ম্যুরাল উদ্বোধন

ইবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দুটি মুর‌্যাল উদ্বোধন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টায় ম্যুরাল দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রায় আট লাখ টাকা ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ম্যুরাল দুটি নির্মাণ করেছে হল কর্তৃপক্ষ।

 

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালের পর এ নিয়ে মোট তিনটি মুর‌্যাল স্থাপিত হল ইসলামী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে। উদ্বোধনকৃত ম্যুরাল দুটির একটিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের সম্পূর্ণ লিখিত ভাষণ ও ছবি যুক্ত রয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘মুক্তির আহবান’। অন্যটি নামকরণ করা হয়েছে ‘শাশ্বত মুজিব’।

 

এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রশাসন ভবন থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে মিলিত হয়। সেখানে পর্যায়ক্রমে বিশ^বিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সংগঠন, আবাসিক হল ও বিভিন্ন বিভাগ শ্রদ্ধা নিবেদন করেন।

স/অ