সোমবার , ২৮ মে ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইফতারে মজাদার ফালুদা

Paris
মে ২৮, ২০১৮ ১১:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিদিনের ইফতারে বিভিন্ন রকম মুখরোচক খাবারের পাশাপাশি থাকা চাই পুষ্টিকর খাবার। তাই আপনি চাইলে আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ইফতারে তৈরি করতে পারেন ফালুদা। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন ফালুদা।

উপকরণঃ

১। সাবু দানা – আধা কাপ

২। ঘন দুধ – এক গ্লাস

৩। কনডেন্স মিল্ক – আধা কাপ

৪। চিনি – পরিমাণমতো

৫। সিদ্ধ করা নুডলস – এক কাপ

৬। পেস্তাবাদাম, কাজুবাদাম – এক টেবিল চামচ

৭। স্ট্রবেরি, আম, কলা, আপেল ও আঙুর কিউব করে কাটা – দুই টেবিল চামচ

৮। আইসক্রিম – পরিমাণমতো

৯। বরফ কুচি – পরিমাণমতো

১০। রুহুআফজা – পরিমাণমতো

১১। জেলো জমানো – দুই রকম (প্যাকেটের নির্দেশমতো)

১২। মাওয়া গুঁড়া – পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেনঃ

প্রথমে পানি দিয়ে সাবু দানা সিদ্ধ করে নিন। এরপর ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সিদ্ধ সাবু দানা ও নুডলসের পর ঘন দুধ দিন। এরপর দিয়ে দিন আইসক্রিম, বাদাম কুচি, আবার ঘন দুধ, নুডলস, ফলের টুকরো, মাওয়া কুচি এবং সবশেষে ঘন দুধ, জেলো,  রুহআফজা ও বরফ কুচি। এরপর পরিবেশন করুন মজাদার ফালুদা।

সর্বশেষ - লাইফ স্টাইল