ইন্দো-প্যাসিফিক উন্নয়নে ভারতের সঙ্গে কাজ করবে ফ্রান্স : ম্যাখোঁ

উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়নে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ কথা বলেছেন। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। গত শনিবার ইতালির রাজধানী রোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক টুইটবার্তায় এ কথা জানান ম্যাঁখো।

টুইটবার্তায় ম্যাঁখো বলেন, ‘উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আমরা ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করবো। আমরা একত্রে কাজ করলে ইন্দো-প্যাসেফিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

জি-২০ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হওয়া ম্যাঁখো-মোদির ওই বৈঠকে উপস্থিত ছিলেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

এর আগে, সবশেষ গত সেপ্টেম্বরে এই দুই নেতা কথা বলেন। সেই সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়নসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

 

সূত্রঃ কালের কণ্ঠ